Satyanarayan Vrata Katha

ব্রতের নিয়ম– এই ব্রতে কোনও তিথি নক্ষত্রেরনিষেধ নাই | যে কোনও লোক প্রদোষকালে এই ব্রত করিতে পারে | নারী-পুরুষ, কুমার-কুমারী সকলেই এই ব্রত করিতে পারে | পুর্ণিমা বা সংক্রান্তি এই ব্রতের প্রসিদ্ধ দিন | উপবাসী থাকিয়া এই ব্রত করিতে হয় | ব্রতের উপকরণ– ঘট, আম্রপল্লব, ডাব বা কলা, গামছা, সিন্দুর, গঙ্গামাটি, ধান, পিঁড়ি বা চৌকী, পাতন বস্ত্র, তীরকাঠি, পান, সন্দেশ বা বাতাসা, পয়সা, ফুলের মালা, পতাকা, ফুলের তোড়া, চুরি, তিল, হরীতকী, ফুল, তুলসী, দূর্বা, বেলপাতা, ধূপ, দীপ, পূজার বস্ত্র, আসনাঙ্গুরীয, মধুপর্কের বাটি, দধি, মধু, গব্যঘৃত, সিন্নির সামগ্রী নানাপ্রকার কুচানো ফল , নৈবৈদ্য, মিষ্টান্ন, গোময়, গোরচনা, দক্ষীণা |

Read more